Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার/হ্যাচারি/নার্সারি/প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বিবরণ

মৎস্য বীজ উৎপাদন খামার , কচুয়া, চাঁদপুর, কচুয়া উপজেলা পরিষদ হতে ২ কিলোমিটার পূর্বে কচুয়া-চাঁদপুর সি  এন্ড বি রোড সংলগ্ন পুরাতন আজমীর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশের্^ অবস্থিত। খামারটির আয়তন ৭.৯৭ একর (৩.২ হেক্টর)। খামারটিতে ০২টি মজুদ পুকুর (আয়তন ০.৪০ হেক্টর), ০৫টি নার্সারি পুকুর (আয়তন ০.৭০ হেক্টর) এবং ০১টি মিনি পুকুর (আয়তন ০.০৮ হেক্টর) রয়েছে। অত্র খামারে কার্প ও গলদা চিংড়ি হ্যাচারি রয়েছে। হ্যাচারি ২ টি বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। খামারটিতে অফিস কাম ডরমিটরী ভবন, গার্ডশেড, প্রশিক্ষণ কেন্দ্র ও গোডাউন রয়েছে। খামারে বর্তমানে খামার ব্যবস্থাপক, পাম্প অপারেটর কর্মরত আছেন। প্রতিষ্ঠার পর থেকে অত্র খামারটি এ অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। প্রণোদিত প্রজননের প্রযুক্তিসহ মাছ চাষের অন্যান্য প্যাকেজের প্রযুক্তি সম্প্রসারণে খামারটি চাঁদপুর জেলায় এককভাবে সুনামের সাথে ভূমিকা রেখে আসছে। অত্র খামারের হ্যাচারিতে উৎপাদিত রেণু, পোনা ও গলদা চিংড়ির পি এল ও জুভেনাইল এর বিপনন বাজার হয়েছে সম্প্রসারিত। 

বর্তমানে খামারটিতে নিয়মিত চাষীদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিগত ০৬ বছরে মাছ চাষের বিভিন্ন প্যাকেজের উপর রাজস্ব খাতে ৫২০ জন এবং উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৪৭৩ জন মাছ চাষী ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং গুনগত মান সম্পন্ন ৩৩২.৫০ কেজি কার্প জাতীয় মাছের রেণু,১৩.৫২৫ লক্ষ কার্প জাতীয় মাছের পোনা, ৩.২ লক্ষ দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা, গলদা চিংড়ির ৩.৪৫ লক্ষ পি এল ০.২৯ লক্ষ জুভেনাইল উৎপাদিত হয়েছে। এ ছাড়া সংযোগ চাষী ৪৬ জন, অফিসে আগত ৬৭৮ জন, পুকুর পরিদর্শন পূর্বক ৫৫৯ জন চাষী ও উদ্যোক্তাকে পরামর্শ প্রদান করা হয়েছে। বর্তমানে গলদা চিংড়ির হ্যাচারীতে পিএল উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।